লেখা: স্পেশাল করেসপন্ডেন্ট
নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের বিষয়ে এখনো অটল অবস্থানে আছে এনসিপি। অবশ্য তরুণদের নতুন এই দলটির নেতারা এখন বলছেন, একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনের ধারণাটি তাঁরা বোঝাতে ব্যর্থ হয়েছেন। এনসিপি এখন নতুন একটি চিন্তা সামনে আনতে চাইছে। তারা বলছে, গণপরিষদ নির্বাচনে যাঁরা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর গণপরিষদ আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে। গণপরিষদের সদস্যরা আইনসভা তথা সংসদের সদস্য হয়ে যাবেন। এমনটা হলে স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো ধরনের সমস্যা হবে না।
সামান্তা বলেন, ‘আমরা ধরে নিতে পারি, এককভাবে গণপরিষদের ব্যাপারে তাদের (বিএনপির) আপত্তি নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে গেলে তাদের আপত্তি। আমরা এই দুই নির্বাচন একসঙ্গে করার কথা বলিনি। আমরা বলেছি, গণপরিষদ নির্বাচনে যাঁরা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর তাঁরাই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবেন। এটি হলে এখানে স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো সমস্যাই হবে না।’
তাহলে নাহিদ ইসলাম কেন একসঙ্গে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের কথা বললেন, এই প্রশ্নের জবাবে সামান্তা বলেন, ‘আমরা সম্ভবত বোঝাতে ব্যর্থ হয়েছি। এই অবস্থানে আমরা কখনোই ছিলাম না। বাংলাদেশে যেহেতু নির্বাচনকে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচন বলা হয় এবং মানুষ এর সঙ্গেই পরিচিত, এ জন্যই এটা এভাবে বলা হয়েছিল। কিন্তু মূলত আমরা বলতে চেয়েছি, গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে।’
স্বত্ব © ২০২৫ মন্তব্য