লেখা: ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়: চার দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান করছে সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে তারা এই আন্দোলন শুরু করে।
তাদের দাবিগুলো হলো চতুর্থ বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা সঠিকভাবে পুনঃমূল্যায়ন করতে হবে অথবা শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ দেওয়া, সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ক্লাস যাচাই, শিক্ষার্থীদের যেকোন ধরনের একাডেমিক সমস্যা নিজ কলেজের মাধ্যমে সমাধান করা এবং সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ এবং বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার ফলাফল আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করা।
এদিকে শিক্ষার্থীদের সড়কে অবস্থানের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
স্বত্ব © ২০২৪ মন্তব্য