লেখা: উপজেলা করেসপন্ডেন্ট
বেনাপোল (যশোর): হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম শর্তসাপেক্ষে বিশেষ ব্যবস্থায় স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, জন্মাষ্টমীতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামী (৩১ আগস্ট) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। এছাড়া বন্ধের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
স্বত্ব © ২০২৪ মন্তব্য